মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
গত ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য এম ওয়াজেদ আলীর হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন পাটগ্রাম চৌরঙ্গীতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা হলে কী হবে তা আমরা বুঝতে পারছি না। গ্রেফতার।” শীঘ্রই করা না হলে গ্রামবাসীর দুর্ভোগ ও ক্ষোভ ব্যাপক বিক্ষোভে পরিণত হবে।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় বলেন, যারা শান্তিপূর্ণ পাটগ্রামকে অশান্ত পাটগ্রামে পরিণত করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ছাড় দেবে না। ঘটনার মূল কারণ সামনে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় পাটগ্রাম পৌরসভার মেয়র ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সইট, পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, পাটগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি-সম্পাদক, সেচ্ছাসেবক লীগের সভাপতি, নেতৃবৃন্দ। এ সময় পাটগ্রাম মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবশেষে এম ওয়াজেদ আলীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করে উপজেলা আওয়ামী লীগ।