সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
আমরা যদি এই বাংলাদেশে সত্যিকার অর্থে সোনার মানুষ গড়তে চাই,তাহলে আমাদের রাসূলুল্লাহ (সা:)-এর আদর্শকেই অনুসরণ করতে হবে।
পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন প্রাঙ্গনে আজ শুক্রবার সকালে বাছাইকৃত কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে এ কথাগুলোই বললেন প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি আরো বলেন, আমাদের বিশ্বনবীকে অনুসরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই পথেই এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই সমাজে একদল নৈতিক, পরিশ্রমী ও আদর্শবান মানুষ গড়ে তুলতে সক্ষম হয়েছে।
কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ওমর ফারুক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ আবুল বাশার প্রমুখ।