রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি” আটক-২।। হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মদসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন।। শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার পাঁচবিবি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু হাসানের আকস্মিক মৃর্ত্যু,সর্বত্রই শোকের ছায়া।। জয়পুরহাটে গরীব অসহায়দের মাঝে গাভী বিতরণ।। হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রয়েল মিয়া (২৪) খুন হয়েছে। বৈসাবী উৎসব উপলক্ষে ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান বিতরণ পাঁচবিবি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু হাসানের আকস্মিক স্ট্রোক পাঁচবিবি থানার হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার।।

পাঁচবিবিতে অবৈধ অগভীর নলকূপ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন।।

জুয়েল মাহমুদ উজ্জল//সিনিঃ সহঃ সম্পাদক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ Time View

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার আটাপুর ইউনিয়নের মহিপুর মৌজায় অগভীর নলকূপ থাকা সত্ত্বেও অপর একজনকে নিয়ম বর্হিভূত ভাবে অগভীর নলকূপের লাইসেন্স প্রদান করায় উপজেলা সেচ কমিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মহিপুর গ্রামের মৃত মতিরাম হেমরমের পুত্র মাইকেল হেমরম।
আজ দুপুরে মহিপুর গ্রামের নিজ বাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মহিপুর মৌজায় ৫৮৪ দাগে গত ২০১৯ সালের ১২ এপ্রিল উপজেলা সেচ কমিটি কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ৬০৮৭ ) হয়ে অগভীর নলকূপ স্থাপন করে সেচকার্য পরিচালনা করে আসছি। এমতাবস্থায় গত কয়েক মাস পূর্বে তার স্কীম এরিয়ার মধ্যে প্রতিবেশী শ্রী ধীরেন মুর্মুকেও বিধি বর্হিভূত ভাবে অগভীর নলকুপ স্থাপনের লাইসেন্স প্রদান করা হয়। যা পানি সেচ প্রকল্প আইনের বহির্ভূত।
তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় ২০১৯ সালের ২৫শে মে একটি সেচ সংক্রান্ত
প্রজ্ঞাপন জারি করেন। সেই অনুযায়ী একটি অগভীর নলকূপ থেকে আরেকটি অগভীর নলকূপের দূরত্ব ১২১০ ফিট। অথচ নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলা সেচ কমিটি ধীরেন মুর্মুকে ২৭০ ফিট দূরত্বের মধ্যে সেচ লাইসেন্স প্রদান করেন। যাহা জারিকৃত প্রজ্ঞাপনের পরিপন্থি । তাই তার নিয়ম বর্হিভূত ভাবে স্থাপিত অগভীর নলকূপের লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগ বাতিলের দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে প্রতিপক্ষ ধীরেন মুরমুর সঙ্গে কথা বলতে গেলে সে না থাকায় তার ছেলে পবিত্র মুরমু বলেন, আমাদের নিজেদের জমিতে সেচ দেওয়ার জন্য লাইসেন্স গ্রহণ করে সেচ কার্য পরিচালনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সেচ কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেন বলেন, সেচ সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পেয়েছি এবং সেগুলোর তদন্ত রির্পোট এসেছে। আগামী সেচ কমিটির সভায় প্রাপ্ত তদন্ত রির্পোট ও আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102