সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন পিঠা উৎসব-২৫ মেলা পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচবিবি পৌর পার্কে ২’দিনব্যাপী এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের মেলায় উদ্যোক্তারা ১৫’টি স্টল দেয়। গ্রাম বাংলার মুখরোচক নানা ধরনের পিঠা পুলি খাবারের সমারোহের পশরা সাজিয়ে বসেছে দোকানিরা। এসব মুখরোচক খাবার খেতে ছোট বড় নারী পুরুষ সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করছেন। অনেকেই আবার বাড়িতে পরিবারের জন্য নিয়েও যাচ্ছেন। পিঠা উৎসবের স্টল পরিদর্শনকালে নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোজাফফর রহমান সাজা, যুবদল নেতা নয়ন প্রধান, মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইমানুর রহমান, ছাত্র প্রতিনিধি আল মামুন সরদার সানি, জাকারিয়া মোস্তফা সহ অনেকে।