সাখাওয়াত হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা ” লড ব্যাডেন পাওয়েল” এর ১৬৮তম জম্মদিন ও বিপি দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউট, পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে ২২ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১ টায় উপজেলা স্কাউট ভবনে জম্ম দিনের কেক কাটেন স্কাউট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মাহমুদ, জেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক মেছবাহ, লাল বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,
ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার চৌধুরী, ধরঞ্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলের উডব্যাজার ফিরোজ হোসেন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উডব্যাজার আয়েশা খাতুন এবং সহকারী শিক্ষিকা দিলরুবা ফরিন, দারুল ইসলাহ একাডেমী থেকে রহিমা খাতুন
পাঁচবিবি বালিঘাটা মাদ্রাসার বদরুন নেছা হক সহ আরো অনেকে।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা +ভারপ্রাপ্ত) ও স্কাউট সভাপতি মোঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি র্যালী উপজেলা স্কাউট ভবনের সামনে থেকে বের হয়ে উপজেলা চত্বর প্রদিক্ষন করেন।