#লেখক: মোঃ নাহারুল ইসলাম
একদিন আমি ছোট ছিলাম
যুবক ছিলো বাবা,
আজ আমি তাগরা যুবক
বৃদ্ধ হয়েছে বাবা।
বাবার কাছে শিখেছি চলা-বলা
সারাটা দিন কাঁটতো মোর জরিয়ে তার গলা,
বাবা বিহীন জীবনটা চৈএমাসের খরা
বেঁচে থাকলে বাবা, লাগে ভুবন ভরা।
বাবাই প্রথম শিক্ষক আমার
বাবাই আমার গুরু।
চক, পেন্সিল,কলম ধরা
বাবার হাতেই শুরু।
মোদের প্রয়োজন পূরণে হয়নি বাবা কাবু
একটা সময় ডাকতো বাবা বলে সোনা মধু,
সময় করে বাবার মুখে শুনতাম কতো গল্প-জাদু
বাবার কথা আজ মনে পড়ে শুধু।
বাবা কতো কষ্টে করেছে জীবন-যাপন
বাবাই মোর দুনিয়ার আলো দেখানোর স্বপন,
বাবা আমার একমাত্র আপন
বাবা ছাড়া জীবনটা প্রাণহীন দাফন।
বাবা এখন চশমা পড়েন
পার করেছেন বয়স আশি,
আজও তাকে আগের মতই অনেক ভালোবাসি।
…….. মোঃ নাহারুল ইসলাম……..