লামা প্রতিনিধি
বান্দরবান সদরের রাজার মাঠের দক্ষিণ পাশে অবস্থিত টার্গেট কোচিং হোম তাদের ২য় বর্ষপূর্তি উদযাপন করে।
গত মঙ্গলবার অনুষ্ঠানটি “বাংলাদেশ শিশু একাডেমি, বান্দরবান জেলা কার্যালয়” এর হলরুমে আয়োজিত হয়।
কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক এবং বাইবেল থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুমোদত্ত বড়ুয়া সৌম্য। তিনি শিক্ষার্থীদের উদ্দীপ্ত করেন এবং তাদের ভবিষ্যতের সম্ভাবনার দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ ছিল বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ “টিচার অব দ্য ইয়ার” এবং “স্টুডেন্ট অব দ্য ইয়ার” পুরস্কার প্রদান করা হয়।
“স্টুডেন্ট অব দ্য ইয়ার” প্রাপ্ত শিক্ষার্থীরা:
৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
টিচার অব দ্য ইয়ার প্রাপ্ত শিক্ষকরা:
প্রমি দে (নিম্ন মাধ্যমিক)
দিপু চন্দ্র রয় (মাধ্যমিক)
মো. সোহেল রানা, তৌফিকুল ইসলাম ও কামরুল চৌধুরী (উচ্চ মাধ্যমিক, যৌথভাবে)
“স্টুডেন্ট অব দ্য ইয়ার” প্রাপ্ত শিক্ষার্থীরা:
৬ষ্ঠ শ্রেণি: পূলক দাশ
৭ম শ্রেণি: সন্দীপা বিশ্বাস
৮ম শ্রেণি: মোহনা দাশ
৯ম শ্রেণি: নাফিসা আনজুম উর্বি
১০ম শ্রেণি:
বিজ্ঞান বিভাগ: সানজিদা সুলতানা তাসফিয়া
মানবিক বিভাগ: অংশি বিশ্বাস
ব্যবসায় বিভাগ: শাকি আক্তার
একাদশ শ্রেণি:
বিজ্ঞান বিভাগ: মানসী মুৎসুদ্দী ও জেসমিন জাহান লিমা (যৌথভাবে)
মানবিক বিভাগ: মরিয়ম সুলতানা
ব্যবসায় বিভাগ: স্নিগ্ধা দাশ
দ্বাদশ শ্রেণি:
বিজ্ঞান বিভাগ: সাবরিনা জামিলা
ব্যবসায় বিভাগ: প্রদীপ্তি হোড় পিউ ও ফারহানা আজাদ (যৌথভাবে)
মানবিক বিভাগ: জান্নাতুল ফেরদৌস সুলতানা
শিক্ষার্থীদের সৃজনশীলতা উদযাপনের অংশ হিসেবে কবিতা, গান এবং নাচ পরিবেশনা ছিল। কুইজ প্রতিযোগিতায় মোহনা দাশ প্রথম স্থান অর্জন করে।
এ ছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের ভালোবাসা প্রকাশে কোচিংকে বিভিন্ন উপহার প্রদান করেন। এটি প্রমাণ করে যে, টার্গেট কোচিং হোম তাদের জীবনে কেবল শিক্ষা নয়, বন্ধন তৈরির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।