স্টাফ রিপোর্টার ::
ছাতকের ইসলামপুর ইউনিয়নের আলমপুর গ্রামের শিক্ষানুরাগী মাওলানা মোহাম্মদ সেলিম আহমেদে দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার ২৯ নবেম্বর রাত ৮:৩০ মিনিটের সময় মরহুমের নামাজে জানাজা আলমপুর গ্রামের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার পর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। আজ শুক্রবার সকাল ঘটিকার সময় নগরীর সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মাওলানা সেলিম আহমেদ, আলমপুর গ্রামের মোঃ আতিকুর রহমানের পাঁচ নাম্বার পুত্র।
গত বৃহস্পতিবার হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৬ বছর।
মৃত্যুকালে অনার সহধর্মিণীও দুইটি ছেলে সন্তান রেখে মারা যান।
মহান আল্লাহ তালা যেন অনার পরিবারের ধৈর্য ধারন করার তৌফিক দান করেন আমিন।