বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

পাঁচবিবির গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা।।

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৮ Time View

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

২৬ অক্টোবর/২৪ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জনসাধারনের চলাচলের অনেক গ্রামীণ রাস্তার বেহাল দসা। গত সরকারের শাসনকালে গ্রামীণ রাস্তা কিছু পাকাকরণ করা হলেও অধিকাংশ রাস্তাই বিভিন্ন প্রজেক্টের অর্থায়নে ইট ও বালি দিয়ে রাস্তা করা হয়েছে। এসব রাস্তাগুলো বর্ষার পানিতে ইটের নিচের মাটি সরে গিয়ে ইটগুলো উচুনিচু হয়েছে ও অনেক জায়গায় রাস্তা ভেঁঙ্গে গেছে। এমন ভাঁঙ্গা রাস্তায় পায়ে হেঁটে বা ভ্যান-রিক্সসা, সাইকেল ও মটরসাইকেলে চলাচল কষ্ট কর। এমন রাস্তায় যানবাহন চলাচলে প্রায় দূর্ঘটনায় যাত্রীর হাত-পা ভাঁঙ্গে এবং যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়।

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পবাহার উত্তরপাড়া যাওয়ার অর্ধেক রাস্তাটি দীর্ঘ কয়েকবছর আগে ইট বালু দিয়ে তৈরী করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামীণ রাস্তাটির ইট বালি সরে গিয়ে ইট উচুনিচু হয়ে আছে এবং অধিকাংশ রাস্তাই ভেঁঙ্গে গেছে। ্ওই গ্রামের একাধিক কৃষক বলেন, গ্রীস্মকালে অতি কষ্টে চলাচল করা গেলেও বর্ষায় অতিরিক্ত কাদায় চলাচল দুরহ্ ব্যাপার। চলাচলের সুবির্ধাতে প্রতিবছর আমরা গ্রামের সবাই মিলে রাস্তায় নিজ উদ্যোগে মাটি কাটি বলেও জানান। মাঠ থেকে ঘরে ফসল আনতে ও বিক্রয়ের জন্য বাজারে নিতে অনেক সময় ভ্যান-রিক্সসা চালকও যেতে চায়না বলে জানান তারা। স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা বলেন, অনেক সময় ভ্যান-অটো ড্্রাইভার আমাদেরকে তাদের গাড়িতে নিতে চায়না। আইনুল হক মন্ডল নামের একজন ধান ব্যবসায়ী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই গ্রামের ছোটবড় আমরা সবাই এমন ভাঁঙ্গা রাস্তা দিয়ে চলাচল করছি। সরকারের প্রতি আমাদের সবার অনুরোধ অতিদ্রæত রাস্তাটি পাকাকরণের মাধ্যমে দূরাবস্থার অবসান হোক। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছাঃ রশিদা খাতুন বলেন, আমি সবেমাত্র দ্বায়িত্ব পেয়েছি তবে নতুন বরাদ্দ এলেই পবাহার গ্রামের রাস্তাটি সংস্কার করা হবে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102