সাখাওয়াত হোসেন, (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটে পাঁচবিবির আটাপুর ইউনিয়নের ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধ বিহার কমপ্লেক্সে বৌদ্ধ ধর্মাবলম্বীদের “দানোত্তম কঠিন চীবর দান উৎসব” অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথিদের সংবর্ধনা প্রদান, উপকরণ বিতরণ, অষ্টপরিস্কার, সংঘদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে পাথরঘাটা বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুশীলপ্রিয় ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভাঃপ্রাঃ) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন এস এম রুহুন নবী, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু চৌধুরী, রংপুর জেলার মিঠাপুকুর বেনুবন বিহারের অধ্যক্ষ ভবন্ত শুভমিত্র ভিক্ষু, পীরপাল পদ্মবিনা বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘরত্ন থের, ভয়ালপুর বিশ্বনাথ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রবংশ ভিক্ষু ও সেনপাড়া জ্ঞানরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু সহ অনেকেই।