কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা হারুমোড় সংলগ্ন ব্রিজ দ্রুত নির্মাণের উদ্দেশ্য কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে আইলচারা ইউনিয়ন কেন্দ্রীক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ‘আল-ফালাহ্ ফাউন্ডেশন’ এর একটি প্রতিনিধি দল। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ছাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ও অন্যান্য ছাত্র প্রতিনিধি সার্বিক সহযোগিতা করেছেন।
স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আল-ফালাহ্ ফাউন্ডেশনের উপদেষ্টা জুয়েল রানা, সভাপতি ইমাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিশির আহমেদ, ক্যাশিয়ার সেলিম রেজা, ব্লাড ব্যাংক সম্পাদক রাহাতুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নয়ন আহমেদ সহ ফয়েজ, নওশাদ, রাহুল, শাফিন, ইবরাহীম, আশিক,শিহাব রানা, ইমন,মাহফুজ।
স্মারক লিপি প্রদান শেষে জেলা প্রশাসক দ্রুত কাজ হওয়ার আশ্বাস দেন। তার অফিস থেকে এটাও স্পষ্ট বলে দেওয়া হয় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্যসহ একটা সাইনবোর্ড অবশ্যই থাকতে হবে যেটা আমরা এখনো দেখিনি। রড,সিমেন্ট,পাথর ইত্যাদি ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না তা তদারকি করার জন্য স্মারক লিপি প্রদানকারী সহ এলাকার সচেতন মহলকে দেখভালের দায়িত্ব প্রদান করেন ডিসি অফিস।
এ ছাড়া তাৎক্ষণিক জেলা প্রশাসক এলজিইডি ভবনে ওই প্রতিনিধিদের পাঠান এবং জেলা নির্বাহী প্রকৌশলী স্যারের সাথে সাক্ষাৎ করিয়ে দেন।
উক্ত ব্রীজ নির্মাণ কাজে দায়িত্বে থাকা প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক ব্রিজ সংক্রান্ত টেন্ডারের কাগজপত্র দেখে দ্রুত সুন্দর একটা ব্রিজের আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিক ঠিকাদারকে ফোন দিয়ে দ্রুত কাজ শেষ করার জন্য তাগিদ দেন । আগামী রবিবার (১৩ অক্টোবর ২০২৪) থেকেই ঠিকাদারকে কাজ শুরুর জন্য নির্দেশ দেন।। কাজ চলাকালে পায়ে হাটা মানুষ ও মোটরসাইকেল পারাপার হতে পারে সে ব্যবস্থা করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।