ছাতক সংবাদদাতাঃ
ছাতকে বিদ্যুৎ বিভাগের দায়ের করা একটি চুরির মামলায় অভিযান চালিয়ে পুলিশ চোরাইমাল সহ
৫ চোরকে আটক করেছে। শুক্রবার রাতে পৌর সভার
মন্ডলীভোগ,নোয়ারাই ও বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালামাল সহ তাদেরকে আটক করে ছাতক থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা গ্রামের দিলোয়ার হোসেনের পুত্র ফজলুল করিম (৪২)। বর্তমানে পুর্ব নোয়ারাই এলাকার বাসিন্দা তিনি। দোয়ারাবাজার উপজেলার বিরশিং গ্রামের আব্দুল কাদিরের পুত্র আবুল কাশেম (৪৭)। বর্তমানে পৌরসভার মন্ডলীভোগ এলাকার বাসিন্দা। গোলাপগঞ্জ উপজেলার বাঘা গ্রামের শামসুল হকের পুত্র মারজান মিয়া (২৫) এবং ছাতক পৌরসভার বাগবাড়ি গ্রামের আমির মিয়ার পুত্র আনোয়ার হোসেন (৩৭) ও রমজান মিয়া (৩৫)।
পুলিশের অভিযানে আটক ৫ জনের কাছ থেকে প্রায় ৩ শ কেজি ওজনের ২৮ পিছ বিদ্যুতের এঙ্গেল উদ্ধার করা হয়েছে। এস আই আসাদুজ্জামান রাসেল জানান, উদ্ধারকৃত এঙ্গেলের বাজার মুল্য অনুমান ২৫ হাজার টাকা। তিনি জানান, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী স্বাক্ষর তালুকদারের দায়েরকৃত একটি মামলায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে ভাসখালা গ্রামের একাধিক মামলার পলাতক আসামি আব্দুস সালাম, কাশেম ও লেচু মিয়াকে গ্রেফতার করা হলে তাদের স্বীকারোক্তি এবং দেয়া অথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মালামালসহ ওই ৫ জনকে আটক করা হয়।
ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত আরিফ আহমদ জানান, ৫ জন আসামি গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।