কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মিরপুরে পুলিশের চেকপোষ্টে ৬২ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কার সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুরে পুলিশের চেকপোষ্টে ৬২ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। আটককৃত আসামিরা হচ্ছেন মিরপুর থানার মশান এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজীব ইসলাম (২৮) ও একই এলাকার বাক্কারের ছেলে লিটন আলী (৩৩)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মশান কালু গড়া মাঠ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহভাজন একটি প্রাইভেট কার তল্লাশি করে পুলিশ। এ সময় প্রাইভেট কারের পিছনের সিটের নিচ থেকে ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন, মিরপুর থানার এসআই এলিস মাহমুদ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মশান এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশিকালে দুজন আসামিসহ ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক বহনের কাজে সংশ্লিষ্ট প্রাইভেট কারটি জব্দ করা হয়। প্রাথমিকভাবে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, আসামিরা দৌলতপুর থেকে কুষ্টিয়ায় মাদক বহন করছিল। আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে।