সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের হাজরাপুর আদিবাসী পল্লীতে ফুটবল টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠিত হয়েছে। হাজরাপুর সুনামী আদিবাসী ক্লাবের আয়োজনে ২’দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে বিভিন্ন জেলার শুধুমাত্র আদিবাসী খেলোয়ারদের সমন্বে ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে সমাপণী খেলায় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল শহিদ মঞ্জু, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিন্নুর, বাগজানা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোতাহার হোসেন মিলন মাষ্টার, যুবলীগ নেতা নিশি, কিরোণ, সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, হাজরাপুর আদিবাসী ক্লাবের লিটন মিন্জী, রবি রিচিল ও দিলিপ এক্কা সহ অনেকেই। ১৬’টি আদিবাসী ফুটবল দল ২’দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ গ্রহন করেন। নির্ধারিত সময়ের মধ্যে খেলাটি শেষ না হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে দিনাজপুরের নবাবগঞ্জ বাদিবাসী ফুটবল দল (৩-১) গোলের ব্যবধানে জয়পুরহাট আদিবাসী দলকে পরাজিত করে। খেলা শেষে অতিথিরা জয়-পরাজয় দলের খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন। খেলাটি উপভোগ করতে সব বয়সের ও সকল ধর্মের নারী-পুরুষ মাঠে উপস্থিত হয়। লিটন মিন্জী বলেন, ওয়েষ্টইন্ডিজ বংশভুত কানাডা প্রবাসী ফ্রাঙ্ক জোসেয়ার সার্বিক আর্থিক সহযোগিতায় আমরা প্রতি বছর এই ছোট্ট মাঠে শুধু আদিবাসী খেলোয়াড়দের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি।