শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

পাঁচবিবিতে কিশোরের নিকট সিগারেট বিক্রি করায় দোকানীর জরিমানা

জুয়েল মাহমুদ উজ্জল, পরিচালক (উত্তর বাংলা) সংবাদ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৫৩ Time View

 

আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবিতে অপ্রাপ্ত শিশু-কিশোরদের নিকট তামাক জাতীয় বিড়ি সিগারেট বিক্রয় করার অপরাধে ২’জন ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৬(ক) ধারার মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে পাঁচবিবি বাজারের দানেজপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন। তিনি বলেন, দোকানীর অর্থদন্ড সহ তাদের শর্তক করা হয় পরবর্তীতে শিশু-কিশোরের নিকট যেন তামাক জাতীয় দ্রব্য সহ বিড়ি সিগারেট বিক্রয় করা না হয়। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অপ্রাপ্ত শিশু-কিশোরদের নিকট অবাধে বিড়ি সিগারেট বিক্রয় হয়। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী মহদোয়ের নির্দেশে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, এ কর্মকর্তা।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102