বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের প্লাটিনাম জুবলী উদযাপন।।

জুয়েল মাহমুদ উজ্জল, পরিচালক (উত্তর বাংলা) সংবাদ
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৯ Time View

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচবিবিতে পৌর আওয়ামীলীগের উদ্যোগে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ” প্লাটিনাম জুবলী” যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ ২৩ জুন রবিবার সকালে পৌর পার্ক স্মৃতিসৌধ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ক্ষুধার্ত ভাসমান অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও বাদ যোহর বিভিন্ন মসজিদে,মন্দিরে দোয়া ও প্রার্থনা করার মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়। বিকেলে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঁচমাথাস্থ ডাঃ আব্দুল কাদের চৌধুরী স্মৃতিসৌধ উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্যানেল মেয়র মোঃ নুর হোসেন। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল মুন্না। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা বেগম ঝরনা, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, ফার্জনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আটাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার,বাগজানা ইউনিয়নের ইউপি সদস্য আরিফ হোসেন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু প্রমুখ। সন্ধ্যায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পাঁচবিবি থিয়েটার ও ভোর হলো শিশু সংগঠনের শিল্পী বৃন্দ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বারোয়ারী মন্দির চত্বরে অনুরূপ কর্মসূচি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ১ আসনের এমপি আলহাজ্ব এ্যাড:সামছুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিহাদ মন্ডল প্রমুখ।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102