মুহাম্মদ আফজাল হোসেন
জামালগঞ্জের হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রবিবার সকাল দশ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠিত।
এতে সভাপতিত্ব করেন চয়ন পুরকায়স্থ, সঞ্চালনায় ছিলেন নাজমিন সুলতানা পপি,সহকারী শিক্ষিকা হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি ছিলেন নুরুল আমিন তালুকদার।এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম সহকারী শিক্ষক, আজিজুল হক,উত্তম কুমার পাল,ওয়ালীমা বেগম।উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।
নুরুল আমিন তালুকদার বলেন,নতুন বছরে বই পেয়ে শিশুরা আনন্দিত। একদিন আমরা বই কিনেও সময় মতো পাইনি।আমাদের সময় বই না পাওয়াতে অনেকেই লেখাপড়া করতে পারেন নাই। তাই তোমাদের প্রতি আমার আহবান তোমরা নতুন বই নিয়ে বাড়িতে পড়াশোনা করবে এবং জাতি গঠনে তোমরা ভবিষ্যতে ভুমিকা রাখবে।
চয়ন পুরকায়স্থ বলেন,আজকের শিশুরা আগামীর জাতি গঠনের নায়ক।তোমাদের মাঝ থেকে কেউ হবে পুলিশ, ম্যাজিস্টেড ও বিভিন্ন উর্ধতন কর্মকর্তা। তোমরা নিজেদের কে মানুষের মতো মানুষ করে তুল। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যতে কামনা।
সকল শিক্ষার্থী বই পেয়ে খুশি।সকল শিক্ষার্থী বই পেয়ে হাসিমুখে বাড়ি ফিরছে।তাদের মাঝে সুখের দেখা মেলছে বই পেয়ে