শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষায়-২২ইং তে জিপিএ-৫ পেলো তাবাচ্চুম

উত্তর বাংলা
  • আপডেটের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

মাহফূজুল করিম(বান্দরবান)
বান্দরবান জেলার লামা উপজেলাধীন ফাইতং ৫নং ওয়ার্ড সুতাবাদী গ্রামে অবস্থিত’হযরত ওমর ফারুক(র)নূরানী হাফেজী মাদরাসা থেকে ইশরাত জাহান তাবাচ্চুম ‘কেন্দ্রীয় সনদ পরীক্ষা-২২ইং’জিপিএ-৫ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

আজ (২৫শে ডিসেম্বর-২২ইং)নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষা-২২ইং ফলাফল প্রকাশিত হয়।সারা বাংলাদেশ থেকে “পাঁচ লক্ষ চৌদ্দ হাজার পাঁচশো তেপ্পান্ন” জন পরীক্ষার্থী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ২৭হাজার পরীক্ষার্থী এ+ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।এতে
ইশরাত জাহান তাবাচ্চুম মোট নাম্বার-৯০০ তে ৮৮৫ নাম্বার পেয়ে মেধাতালিকা-২০এর মধ্যে ১৪-তম স্থান অধিকার করেন।অত্র মাদরাসা থেকে ১০জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ্রহণ করে ৯জন এপ্লাস পেয়ে অসধারণ ফলাফল অর্জন করেন।
তাবাচ্চুমের বাড়ি মাদরাসা সংলগ্ন খেদারবান পাড়ায় অবস্থিত।সে মাস্টার নুমান হাশেমীর কনিষ্ঠ মেয়ে মরহুমা সুলতানা ইয়াছমিনের একমাত্র কন্যা সন্তান।
ফলাফলের বিষয়ে জানতে চাইলে, মাষ্টার নুমান হাশেমী বলেন,আমার নাতনির কৃতিত্বপূর্ণ ফলাফলে আল্লাহর শুকরিয়া আদায় করছি।আমরা অনেক আনন্দিত।সবচেয়ে বেশি খুশি হতো আজ তার মা যদি বেঁচে থাকতো।
তিনি আর ও বলেন,২০১৫ সালে তাবাচ্চুমের মা মারা যায়।তখন তার বয়স মাত্র দেড় বছর।সেই থেকে শিক্ষাদীক্ষা ও লালন পালন হয় আমাদের ঘরে।সে তখন থেকেই মেধাবী ছিলো।তার স্মৃতিশক্তি ছিলো প্রখর।

তাবাচ্চুম বড় মামা মাওলানা মাহমুদুল করীম হাশেমী বলেন, তাবাচ্চুমের ফলাফলে আমরা সম্মানিত শিক্ষকমন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।শিক্ষকদের আন্তরিকপূর্ণ মেহনতের কারণেই আজ সফলতা এসেছে।

মাহফূজল করিম
বান্দরবান
০১৮৩৩২৮৩২৯৬

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102