আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
অধিক শস্য উপৎপাদনের মাধ্যমে দেশের মানুষের খাদের চাহিদা পূরণের লক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে উচ্চ ফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে রোপা আমন ২০২৩-২৪ মৌসমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ২২’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এসব প্রণোদনা পাবে। কৃষকদের হাতে এসব প্রণোদনার উপকরণ তুলে দেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন।