মিনহাজুল হক বাপ্পী,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট আদিতমারী থানার তিন মাদকসেবীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০২৩ খ্রিস্টাব্দের ১৯ জুন লালমনিরহাট আদিতমারী থানাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক জনাব রওজাতুন জান্নাত তাদের এই জেল জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কমলাবাড়ী ইউনিয়নের ছোট কমলাবাড়ীর মৃত আঃ হামিদের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৫), নিহত আবুল কাশেমের ছেলে মোঃ হাসান (২০) ও আঃ কাদেরের ছেলে মোঃ হামিদুল ইসলাম। আদিতমারী উপজেলা, লালমনিরহাট।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রওজাতুন জান্নাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি )মোজাম্মেল হক এর নির্দেশে সদস্যরা আদিতমারী থানাধীন কমলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তাদের আটক করে। গ্রেফতারের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তারা গাঁজা সেবনের জন্য দোষ স্বীকার করে। তাদের প্রত্যেককে ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।