নবীগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘদিন ধরে একটি রাস্তাকে কেন্দ্র করে কয়েকবার হুমকি ধামকি সহ প্রাণনাশের ভয় দেখিয়ে নানান কৌশল অবলম্বন করে নবীগঞ্জ সদর উপজেলার রিপাতপুর গ্রামে পিতাপুত্র সহ একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছেন৷ আহতরা হলেন, একই গ্রামের কৃষক আব্দুল মালিক (৭০), তাঁর পুত্র দিলাল মিয়া (৩৩), জিলদার মিয়া (৩৫) ও সিজিল মিয়া (৪০)৷ আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১৫ জুন সকাল অনুমান ৮টার দিকে৷ আহতদের সূত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের প্রবীণ কৃষক আব্দুল মালিক মিয়া ও মনসুর মিয়ার সাথে একই গ্রামের মৃত মুসলিম উল্যার পুত্র মারাজ মিয়া গংদের সাথে রাস্তা নিয়ে পূর্ব বিরোধ সহ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল। কিন্তু বিজ্ঞ আদালতের রায়কে অমান্য করে সকাল অনুমান ৮টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে মারাজ মিয়া সহ তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে কৃষক পরিবারের লোকজনের উপর কয়েকদফা অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে বলে অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন আহতরা৷ হামলার সময় ওই স্থানে সরকারী সার্ভেয়ার উপস্থিত ছিলেন বলেও তারা জানান৷ কৃষক আব্দুল মালিক ও তার পুত্র দিলাল মিয়ার সাথে কথা হলে তারা বলেন, আমাদের চলাচলের একমাত্র রাস্তাই এটা৷ এই রাস্তা নিয়ে হবিগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা মোকদ্দমা হলে রাস্তাটির রায় আমাদের পক্ষে হওয়াতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করে। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের লোকজনকে নানাভাবে নির্যাতন ও হয়রানী করে আসছে তারা৷ আমরা এখন নিরুপায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন আহতরা৷ তাদের ভয়ে আহত পরিবারের লোকজন ঘর-বাড়ীতেও যেতে পারছেন না বলে অভিযোগ করেন তারা৷ তবে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও খবর পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় আলাচনার পাশাপাশে সমালোচনার ঝড় বইছে। অনেকেই হামলাকারীদের শান্তির দাবী করেন।