ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন পাশ্ববর্তী চকরিয়া উপজেলার বানিয়ার ছড়া চিরিংগা হাইওয়ে থানা কর্তৃক ভবনে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়। (১১জুন) রবিবার সকাল ১১ টায় চিরিংগা হাইওয়ে থানায় পালন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসন সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম (বিএ) অর্নাস, চিরিংগা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ খোকন কান্তি রুদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার (চক্রবর্তী), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আবু মুছা, চকরিয়া প্রেসক্লাব সভাপতি মো. জাহেদ চৌধুরী, দৈনিক আজকের পত্রিকা চকরিয়া প্রতিনিধি বাপ্পি শাহরিয়ার, হারবাং ইউনিয়ন পরিষদের সুযোগ্য জনবান্ধব চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, কক্সবাজার-১, চকরিয়া পেকুয়া আসন সংসদ সদস্য পিএস টু মো. আমিন চৌধুরী, আরাকান পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি আবুল কালাম, পেকুয়া-মগনামা শ্রমিক সংগঠন সভাপতি মো. আবছার,পেকুয়া-মগনামা শ্রমিক সংগঠন আবু মুছা, সাংবাদিক ও হাইওয়ে পুলিশ এবং স্থানীয় পরিবহন সেক্টরের নেতাকর্মীদের সহ প্রমূখ ।
চিরিংগা হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য বলেন, হাইওয়ে পুলিশিং ব্যবস্থা আধুনিক পুলিশিং ব্যবস্থার একটি অপরিহার্য দর্শনে পরিণত হয়েছে। হাইওয়ে পুলিশিং-এর মাধ্যমে জনগণের কথা পুলিশ জানতে পারবে। হাইওয়ে পুলিশিং হচ্ছে পুলিশের সহায়ক ভূমিকা পালন করা। যতদিন রাষ্ট্র আছে, ততদিন হাইওয়ে পুলিশিং থাকবে। মানুষের মাঝে যেন অপরাধ প্রবণতা না জন্মায় হাইওয়ে পুলিশিং সে বিষয়ে সর্তকীকরণ করে।
হাইওয়ে পুলিশিং হচ্ছে অন্যতম সমাজ সহায়ক। হাইওয়ে পুলিশিং এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। অর্থাৎ হাইওয়ে পুলিশিং-এর মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষের মতামত ব্যক্ত করাই হচ্ছে হাইওয়ে পুলিশিং ডে-এর কাজ।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, সত্য-মিথ্যা যাচাই-বাছাই না করে দয়া করে কেউ গুজবে কান দেব না। আমরা নিজেরা ভালো হলে সমাজটা ভালো হবে। সকল পুলিশই জনগণ ও দেশের কল্যাণে সর্বত্র কাজ করে যাচ্ছে। সকলে আমরা সবসময় চেষ্টা করব যার যার অবস্থান থেকে ভালো কাজ করার। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও সকল ধরনের দুর্ঘটনা রোধে সকলে পুলিশকে সহায়তা প্রদান করার চেষ্টা করবেন।