স্টাফ রিপোর্টারঃ-
ছাতকের গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও সরকারি কাজে বাঁধা প্রদান করে বল প্রয়োগ করায় একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার (৮ জুন) বিকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের লক্ষে ছাতক থানার এস আই গোলাম ফাত্তাহ চৌধুরী এবং ছাতক থানা পুলিশের সহযোগিতায় গোবিন্দগঞ্জ বাজার ও আশ-পাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন।
এ সময় প্রকাশ্যে জুয়াখেলা অবস্থায় গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের সিংগুয়া গ্রামের সামছু মিয়ার পুত্র রায়হান হাসান,সিংগুয়া গ্রামের শফিক মিয়ার পুত্র শামিম আহমদ, দিঘলী গ্রামের আব্দুল ওয়াদুদের পুত্র জসীম উদ্দিন, তকিপুর গ্রামের রজব আলীর পুত্র আব্দুল আলী, বিলপার গ্রামের আছলম আলীর পুত্র মো. দুদু মিয়া, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী- রামপুর গ্রামের ফয়জুল হকের পুত্র আব্দুল কাইয়ুম, সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের জুনাব আলীর পুত্র জুবায়েল ইসলামকে আটক করে বঙ্গীয় প্রকাশ্য জুয়া খেলা আইন ১৯৬৭ এর (৪) ধারায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সরকারি কাজে বাঁধা প্রদানের লক্ষে বল প্রয়োগ করায় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামের আছলম আলীর পুত্র সাজ্জাদুর রহমানকে দণ্ডবিধি আইনের ৩৫৩ ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।