ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
বরাবরের মতই প্রাকৃতিক দূর্যোগ, মানবসৃষ্ট দূর্যোগসহ দেশের যে কোন ক্রান্তিলগ্নে আনসার বাহিনী সবসময় জনগনের পাশে দাড়ায়। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের দিকে ধেয়ে আসা স্বরনকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মোখা’ এর তান্ডবে জানমালের নিরাপত্তার নিমিত্তে জনাব মোঃ মোছলেহ উদ্দিন ফারুখ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত), কুতুবদিয়া,কক্সবাজার এবং মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, পেকুয়া, কক্সবাজার সহ দুর্যোগ কালীন দায়িত্বে কুতুবদিয়া, উপজেলার বিভিন্ন দলনেতা/দলনেত্রী ও আনসার কমান্ডার এবং ভিডিপি সদস্য/সদস্যারা আসন্ন মহাবিপদ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব দীপংকর তঞ্চগ্যা, কুতুবদিয়া এবং জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ, কক্সবাজার এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি গ্রামীণ জনসাধারনের মধ্যে মাইকিং ও টহলের মাধ্যমে জোরেসোরে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এর ফলে সর্বসাধারণের ঘূর্ণিঝড় ‘মোখা’ এর মহাবিপদ সংকেতের প্রস্তুতি নিয়ে উপজেলা প্রশাসনের অনুমোদিত ৪১ (একচল্লিশ) টি আশ্রয় কেন্দ্রসহ বিত্তশালীদের ব্যাক্তিগত বহু ভবনে আশ্রয়ের জন্য আগ্রহ তৈরি হচ্ছে। ফলে সম্ভাব্য আক্রান্ত অঞ্চলের মানুষজন আশ্রয়কেন্দ্রের দিকে রওনা হচ্ছেন ।
আসন্ন দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সমস্যা মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা করলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মোছলেহ উদ্দিন ফারুখ বলেন, “মহাপরিচালক মহোদয়ের নির্দেশে উপজেলা আনসার ভিডিপির সকল সদস্য পুরোপুরি প্রস্তুত আছেন। দুর্যোগে জনসচেতনতার মাধ্যমে জানমাল রক্ষায় জীবনের ঝুকি নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আনসার বাহিনী।