আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এরশাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষিকা ব্যাংক কর্মকর্তা বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করলে (১, মে) সোমবার দিবাগত রাতে জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান মহল্লার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেতারকৃত এরশাদ আলী পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুরা গ্রামের মনতাজ আলীর ছেলে। তিনি অগ্রণী ব্যাংক জয়পুরহাটের পাঁচবিবি শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।