শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

ছাতকে এক আরজেন্টিনা সমর্থক যুবকের মৃত্যু!

উত্তর বাংলা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ Time View

 

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ছাতকে জয়ব্রত ভট্টাচার্য তুষার (২৫) নামের এক ব্রাজিল সমর্থক যুবকের মৃত্যু হয়েছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মেসির হাতে ওয়ার্ল্ডকাপ মেনে নিতে না পেরে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। সে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের পুর্ব রামপুর গ্রামের মৃত জ্যুতিষ ভট্টাচার্য তপনের ছেলে। সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে সে সিভিল ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করেছিল।

জানা যায়, কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার সাথে ফ্রান্সের। সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গত রোববার বাংলাদেশ সময় রাত ৯টায়। খেলায় নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা চলে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে। তখনও আর্জেন্টিনা ও ফ্রান্স ৩টি করে গোল করে ছিল। শেষে ফিফার নিয়ম অনুযায়ী ট্রাইব্রেকারের মাধ্যমে আর্জেন্টিনা বিজয় নিশ্চিত হয়। এর মধ্যদিয়ে বিশ্বকাপ ফুটবল আসরের সমাপ্তি ঘটে। এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক পর্যায়ে যখন আর্জেন্টিনার অধিনায়ক মেসির হাতে ওয়ার্ল্ডকাপ তুলে দেয়া হচ্ছিল তখন বিশ্বকাপ থেকে বিদায় নেয়া ব্রাজিলের ওই সমর্থক হঠাৎ স্ট্রোক করেন। পরে স্বজনরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সুত্রে জানা গেছে, আর্জেন্টিনা ও ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার সময় সে সিলেট বাঘবাড়ীস্থ তার নিজ বাসায় অতি উৎসাহিত হয়ে পড়ে। সে ছিল ব্রাজিল দলের সমর্থক। কিন্তু ব্রাজিল টিম বিশ্বকাপ থেকে বিদায় নেয়ায় ফাইনালে ফ্রান্সের সমর্থক হয়ে খেলা দেখে। উভয় দলের পাল্টাপাল্টি গোলে তার মধ্যে অন্যরকম উত্তেজনা ছিল। এক পর্যায়ে টিভির পর্দায় যখন মেসির হাতে বিশ্বকাপ দেখে তখনই সে তার পরিবারকে জানায়, মেসির হাতে বিশ্বকাপ সে মানতে পারছেনা, তার কষ্ট হচ্ছে। একথা বলেই সে ফ্লোরে ঝুলে পড়ে। তার অবস্থার অবনতি দেখে ওইদিন রাত ৩টার দিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, লাশের ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে গ্রামের বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102