অনলাইন নিউজ
অসাধারণ এক ফাইনালের সাক্ষী হয়েছে বিশ্ব। সাথে দেখেছে এক লড়াকু সৈনিকের পরাজয়ের গল্প। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে যেন এক হাতেই টেনে নিচ্ছিলেন কিলিয়ান এমবাপে। শুধুই কি টেনে নেওয়া, করলেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় হ্যাট্রিক।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ইনজুরি সমস্যায় ভুগছিলো ফ্রান্স। নিজেদের সেরা একাদশের বেশ কিছু ফুটবলারকে আসরের শুরুতেই হারিয়েছেন। আসরের মাঝেও ভাইরাসে আক্রান্ত হয়ে ভুগতই হয়েছে দলটিকে, কিন্তু সকল বাধা পেরিয়ে সেই দলটিই কিনা খেললও কাতার বিশ্বকাপের ফাইনাল।
তবে ফাইনালে যেন এক এমবাপে নির্ভর হয়ে ছিলো ফ্রান্স দল। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলো তারা। ৮০তম মিনিটে এমবাপের পেনাল্টি থেকে আসে প্রথম গোল। ৯৭ সেকেন্ডের মধ্যে নিজের দ্বিতীয় গোলে দলকে সমতায় ফেরায় পিএসজির এই ফুটবলার।
খেলার অতিরিক্ত সময়ে মেসির নৈপুণ্যে আরও একবার পিছিয়ে পড়ে দেশমের দল। তবে ফ্রান্সের দলেও যে আছেন একজন ১০ নাম্বার জার্সিধারি। আবারও আসলেন তিনি দলের ত্রাণকর্তা হয়ে। পেনাল্টি থেকে করা চলতি আসরে নিজের অষ্টম গোলের মাধ্যমে ফাইনালে হ্যাট্রিক করেন কিলিয়ান।
তবে এতো কিছুর পরেও শিরোপা ডিফেন্ড করা হলো না এই ফুটবলারের, হাতে গোল্ডেন বুট নিয়েই ফিরতে হলো এবার। তবে জানান দিলেন আবারো ফিরবেন তিনি।