চুনারুঘাটে ১০ বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা ॥ ঘাটক আটক
মো ইফাজ খাঁ
স্টাফ রিপোর্টার মাধবপুর. হবিগঞ্জ সিলেট বিভাগঃ
চুনারুঘাটে স্বপন মিয়া নামে ১০ বছরের শিশু কে গলা কেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মুমুর্ষ অবস্থায় স্বপনকে সিলেট উসমানী মেডিক্যাল নিয়ে যাওয়া হচ্ছে। সে পাকুরিয়া গ্রামের কবির মিয়ার পুত্র। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কিশোর গ্যাং সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামী শান্ত কে আটক করেন। গতকাল (২৭ মার্চ) সোমবার সকালে চুনারুঘাট উপজেলা সদরের দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পিচনে পুকুর পাড়ে জঙ্গলে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের কবির মিয়া চুনারুঘাট পৌর শহরের পাকুরিয়া গ্রামে ভাড়াটিয়া থেকে ভাঙ্গারী ব্যবসা করেন। তার ছেলে স্বপন আহমেদ ও তাকে সহযোগীতা করেন। সোমবার সকালে তার প্রতিবেশী শান্ত তাকে নিয়ে ডিসিপি স্কুল মাটে ঘুরাঘুরি করে। এ সময় সাবেক কাউন্সিলরের স্ত্রী তাদের উভয়কে সিগারেট খেতে দেখেন। কিছুক্ষণ পর শিশু স্বপন কে গলা কাটা অবস্থায় ডিসিপি স্কুলের পাশের বাসার গেইটে ধাক্কা ধাক্কি করতে দেখে তিনি গেইট খুলে তার রক্তাক্ত শরীর দেখে চিৎকার শুরু করেন।
পরে এলাকাবাসী উদ্ধার করে শিশু স্বপন কে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট উসমানী মেডিকেলে নেয়া হয়।
উল্লেখ্যে সম্প্রতি চুনারুঘাটে কিশোর গ্যাংদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সন্ধার পর চুনারুঘাট মধ্য বাজার, সেরাটন হোটেলের সামনে, রাজার বাজার স্কুল, আসামপাড়া ছাতা হোটেল ও আমুরোড ইউনিয়ন পরিষদের সামনে তাদের আস্তানা বসে।