উত্তর বাংলা সংবাদ
বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে মেধা ও নৈতিকতায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। নিজেদেরকে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি ধর্মীয় জ্ঞান চর্চার মাধ্যমে সৎ চরিত্রবান আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে দেশের উন্নয়নে ও মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।
আজ বুধবার জামেয়া ইসলামিয়া বনগাঁও মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মহান স্বাধীনতার ৫৩ বছর উদযাপন উপলক্ষে এসএসসি/ দাখিল, এইচএসসি/আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও হাফিজুল কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল ভাই উপরোক্ত কথা বলেন।
জামেয়া ইসলামিয়া বনগাঁও মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল হক এর সভাপতিত্বে, মাষ্টার বিলাল হোসেন ও সীমান্তিকের সহ শিক্ষা সম্পাদক আব্দুল হক এর যৌথ উপস্থাপনায় সীমান্তিক জনকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া ম্যানেজিং কমিটির সভাপতি জনাব বিলাল আহমদ, সীমান্তিকের সভাপতি জনাব ইলিয়াছ আলী ভাই সেক্রেটারি জনাব রুস্তম আলী ভাই নোয়াকুট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিনহাজ উদ্দিন খাঁন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী আলতা মিয়া, জনাব আলকাছ আলী, মাওলানা আফতাব উদ্দিন, জনাব ওমর ফারুক সহ জামেয়া ও নোয়াকুট স্কুলের শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।