মাহফূজুল করিম,বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলার রোয়াংছড়িতে কেএনএফ এর গুলিতে সেনাবাহিনী মাস্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দীন হত্যা এবং অপহৃত ৪ শ্রমিকের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
আজ ১৪ই মার্চ(মঙ্গলবার)বেলা ৩ ঘটিকায় বান্দরবান জেলার হিলবার্ড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল টি বান্দরবান বাজার প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি ও আলীকদম উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম, পিসিএনপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক, নাছির উদ্দীন, জেলা দপ্তর সম্পাদক শাহজালাল, জেলা ছাত্রপরিষদ সভাপতি আসিফ ইকবাল, সেক্রেটারী হাবিব আল মাহমুদ, সহ সভাপতি জমির উদ্দীন, তানভীর হোসেন ইমন সহ নাগরিক, ছাত্র ও মহিলা পরিষদের নেতৃবৃন্দ।