আমার আকাশ হচ্ছে ভারি
কে রাখে তার খোঁজ?
সুখের বাতাস যাচ্ছে সরে
একটু একটু রোজ।
যায়না বলা কারোর কাছে
যাচ্ছে হ্নদয় ক্ষয়ে,
তার হারানোর যন্ত্রণা মোর
যাইতে হবে বয়ে।
বলিনি কভু মনেরই কথা
রেখেছি যাহা যতনে,
দুখের সাগর সামনে আমার
চলব আমি কেমনে?
অনেক আদর অনেক যত্ন
সব হবে যে পর ,
তোমার বিহনে কাটাতে হবে
যতই আসুক ঝড়।
কখনো ভাবিনি সময় ফুরাবে
তুমি যাবে বহু দুরে,
শত সাধনাতে যেতে পারবনা
তোমার ছোট্ট নীড়ে।
ভাবছি যতই ঝরিছে আখি
কে করিবে তা রোধ?
জনম যাবে কাঁদিতে কাঁদিতে
তবুও হলো না বোধ।
ভাল বাসিনি কখনো তোমায়
তারপরও কেন কাঁদি?
শেষ হবে না এ যাতনা মোর
রয়ে যাবে নিরবধি।