সাংবাদিক ও লেখকঃ আশিক হাসান সীমান্ত
ফাগুন মনে আগুন লাগে
কৃষ্ণচুড়ার বনে,
বউ-কথা-কও.. ডাকছে পাখি
মিষ্টি মধুর ক্ষণে।
কোকিল ডাকে মাতাল সুরে
উতল করে মন,
ঠোঁটের ছোঁয়ায় কলি ফোটে
এইতো বৃন্দাবন।
দুইটি পাখি একটা নীড়ে
কাঠগোলাপের ডালে,
উষ্ণ প্রেমের আলিঙ্গনে
মায়ার ইন্দ্রজালে।
সদ্য ফোটা শিমুল পলাশ
রঙিন মেঘের মেলা,
স্বপ্ন ঘুড়ি পাখির ডানা
ভালোবাসার ভেলা।
শিশির ভেজা বন্যফুলে
প্রজাপতির খেলা,
আজকে দুজন হারিয়ে যাবে
লুকোচুরি বেলা।
হাতটি রেখো হাতে আমার
মনটা বেধো মনে,
গড়বো মোরা প্রেমের ভুবন
জানবে জনেজনে।
বাধবো তোমার চুলের খোঁপায়
দোলনচাঁপা ফুল,
পাশে থেকো ঝড় তুফানে
বুঝো না আর ভুল।
রেশমি চুড়ি আলতা টিপে
লাগছে তোমায় বেশ,
চোখের পলক হলে পরে
হয়ে যাবো শেষ।
ভালোবাসা ভরে থাকুক
ছোট সুখের ঘরে,
গোমড়ামুখো মুখটা দেখলে
চোখে অশ্রু ঝরে।
সারা জীবন দেখতে যে চাই
মিষ্টি মুখের হাসি,
সোনাপাখি শুনতে কি পাও?
তোমায় ভালোবাসি।