নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মোট তিনটি হাট ও বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) পৌর কার্যালয়ে এ হাট ও বাজারের ইজারা কার্যক্রম সুসম্পন্ন করা হয়।
জানা যায়, হাট বাজারের সরকারি ইজারা নীতিমালা অনুসারে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র সংগ্রহের শেষ সময় ছিলো গত ২৭ ফেব্রুয়ারী বিকাল ৪টা পর্যন্ত। দরপত্র গ্রহন করা হয় ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এরপর পৌরসভার মেয়র মুক্তার আলীর নেতৃত্বে সকলের উপস্থিতিতে বিকেল সাড়ে ৩ টার সময় দরপত্র বাক্স খোলা হয়।
আড়ানী পৌরসভার ইজারাকৃত হাট ও বাজার গুলো হলোঃ রুস্তমপুর হাট ও বাজার,আড়ানী হাট ও বাজার এবং আড়ানী স্টেশন হাট ও বাজার।
এ হাট ও বাজার ইজারায় মোট ৬ জন ইজারাদার দরপত্র জমা দিয়েছে । এ-র মধ্যে রুস্তমপুর হাট ও বাজারের জন্য দরপত্র জমা দিয়েছেন, নওগাঁ সদর উপজেলার আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম ২কোটি ৩৭ লক্ষ ৯শ ২৭ টাকা , রাজশাহীর বোয়ালিয়া উপজেলার আলহাজ্ব আব্দুস সামাদ ২ কোটি ৩৫ লক্ষ ৭১ হাজার টাকা এবং ১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছে রাজশাহীর বাঘা উপজেলার রেজোয়ান আহম্মেদ রিজভী সহ মোট তিন জন। এ-র মধ্যে ২ কোটি ৩৭ লক্ষ ৯শ ২৭ টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে রুস্তমপুর হাট ও বাজারের ইজারা পেয়েছেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। আড়ানী হাট ও বাজারের জন্য দরপত্রে ২৫ লক্ষ টাকা দর দিয়েছেন আড়ানী পৌরসভা এলাকার একরামুল হক সনত এবং আড়ানী পিয়াদাপাড়া এলাকার রেদোয়ান আহম্মেদ রিজভী ৪৩ লক্ষ ৩০ হাজার টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে আড়ানী হাট ও বাজার ইজারা পেয়েছেন। অপরদিকে আড়ানী স্টেশন হাট ও বাজারের জন্য ৬৮ হাজার ৩শ টাকা দিয়ে দরপত্র জমা দিয়েছেন আড়ানী চকসিংগা গ্রামের কাশেম প্রামানিকের ছেলে মেরাজ উদ্দিন।
কোন প্রতিদ্বন্দী না থাকায় আড়ানী স্টেশন হাট ও বাজারের ইজারা পেয়েছে মেরাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, সহকারী প্রকৌশলী (সিভিল) ও পৌর নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী সোহেল রানা, হিসাব রক্ষক রফিকুল ইসলাম সহ পৌরসভার অন্যান্য কর্মচারী বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন,পৌরসভার সকল নারী ও পুরুষ কাউন্সিলর বৃন্দ এবং ইজারাদার গন।
এ সময় সার্বিক নিরাপত্তায় ছিলেন, সহ সঙ্গীয় ফোর্সসহ বাঘা থানা পুলিশের এসআই এম মন্টু মিয়া।
এ বিষয়ে মেয়র মুক্তার আলী বলেন, সকলের সামনে দরপত্র বাক্স খোলা হয়েছে। আড়ানী পৌরসভার তিনটি হাট ও বাজারের ইজারা কার্যক্রম নীতিমালা অনুসরন করে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের তুলনায় এ বছর ৬৩ লক্ষ ৭৭ হাজার ২শ ২৭ টাকা ইজারা বৃদ্ধি পেয়েছে।