মোঃ ফারুক হোসেন( কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।এরই ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার কুড়িগ্রাম জেলার শেখ রাসেল পৌর অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্প এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের উদ্যোগে শুরু হলো উগ্রবাদ, সন্ত্রাসবাদ বিরোধী ৫ দিনব্যাপী সেমিনার এর ১ম দিনে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয় বিষয়ক সেমিনার এর শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, ৫ দিনের এই সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ১ম দিনের সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল আরাফাত লেলিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসারের ভারপ্রাপ্ত এডজুডেন্ট জনাব মোঃ ইবনুল হক, কুড়িগ্রাম জেলা কারাগারের ডেপুটি জেলার জনাব সাইফুল ইসলাম।দিনব্যাপী সেমিনারে ১ম দিনে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল আরাফাত লেলিন উগ্রবাদ, সন্ত্রাসবাদ বিরোধী ও উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ মহোদয় জনসচেতনতামূলক এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট ও কুড়িগ্রাম জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং পুলিশ বিভাগ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্মিলিত ভাবে উগ্রবাদ, সন্ত্রাসবাদ প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম তার বক্তব্যে বলেন উগ্রবাদ, সন্ত্রাসবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক ছাত্র সহ সকল সন্মানিত নাগরিকদের সচেতন হয়ে সম্মিলিত ভাবে কাজ করতে হবে, সবাইকে সজাগ থাকার অনুরোধ করে তিনি বলেন কেউ যাতে অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে না পারে সে ব্যাপারে আগের যে কোন সময়ের চেয়ে বেশী বেগবান হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের উদ্দোগে শুরু হওয়া উগ্রবাদ, সন্ত্রাসবাদ বিরোধী ৫ দিনব্যাপী সেমিনার কুড়িগ্রাম জেলায় আয়োজন করার জন্য বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ৫ দিনব্যাপী এই সেমিনারের ১ম দিনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সহ জেলা কারাগার ও জেলা আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম জেলায় উগ্রবাদ, সন্ত্রাসবাদ প্রতিরোধে এবং সন্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।