শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

লামায় জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন-২৩ উপলক্ষে সেচ্ছাসেবীদের প্রশিক্ষণ

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭ Time View

 

মাহফূজুল করিম,লামা প্রতিনিধি
বান্দরবানের লামায় ভিটামিন’এ’ক্যাপসুল ক্যাম্পেইন-২০২৩ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে’লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের’উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে সেচ্ছাসেবীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।আজ ১৮ফেব্রুয়ারি ২৩ইং (শনিবার)সকাল ১০টায় লামা আজিজনগর ইউনিয়নের সন্দীপপাড়া কমিউনিটি ক্লিনিকের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লামাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব,মাঈনুদ্দিন মোরশেদ চৌধুরী।
এছাড়া ও উপস্থিত ছিলেন,আরএমও ডা. শহীদুল ইসলাম বাবলু (ভিটামিন এ ক্যাপসুল প্রকল্প তত্বাবধায়ক), সহকারী সার্জন ডা. জুনাইদ ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দিদারুল ইসলাম চৌধুরী।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পঃপ)কর্মকর্তা মাঈনুদ্দিন মোরশেদ বক্তব্যে বলেন,
স্বাস্থকর্মী,সেচ্ছাসেবীগণ স্বাস্থ্যবিধি মেনে গাইডলাইন অনুসরণ করে কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি পুষ্টিবার্তা ছড়িয়ে দিতে হবে। আমিষ হিসেবে ক্রয়ক্ষমতার ভিতরে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, ছোট মাছ, শিম ও মিষ্টিকুমড়া খাওয়ার পরামর্শ দেন।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করার স্বার্থে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনেই ভিটামিন’এ ‘প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সকল সভা/কর্মশালা করতে হবে।
জন্মের (১ঘন্টার মধ্যে শাল দুধ)খাওয়ানোসহ ১ম ৬মাস পূর্ণ হওয়া পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টিবার্তা প্রচার করতে হবে।
শিশুর বয়স ৬মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করতে হবে।
তিনি আর ও বলেন,ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে একমাত্র স্বাস্থ্যকর্মী ও প্রশিক্ষণগ্রহণকারী সেচ্ছাসেবী।
ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভেতরের তরল ভিটামিন’এ’ খাওয়াবে।
অসুস্থ শিশুকে এবং কান্নারত অবস্থায় কিংবা জোর করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।খাওয়ানোর সময় অবশ্যই স্বাস্থকর্মীর দুই হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্বরোপ করেন।
আরএমও ডা:শহিদুল ইসলাম বলেন,ভিটামিন এপ্লাস ক্যাম্পেইনের সময় শিশুদেরকে ২ভাগ করবেন।৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন
এবং ১২-৫৯মাস(৫বছর পর্যন্ত)বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমজাদ হোছাইন চৌধুরী,বাবুল, স্বাস্থ্য সহকারী মহিউদ্দীন, শাহজালাল,বাবু,সিএইচসিপি ও এমএইচভি বৃন্দ।

 

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102