জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া প্রতিনিধ
১৪ ফেব্রুয়ারী ২০২৩ইং কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আঁধারে কৃষকের ১২ কাঠা জমির পেঁয়াজ ক্ষেত তছরুপের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাগুলাট ইউনিয়নের দক্ষিণ মনোহারপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক ৪০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক মোমিন মন্ডল বলেন, এ বছর তিনি ৩২ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। প্রতিদিনের মতো সকালে মাঠে গিয়ে দেখেন তার প্রায় ১২ কাঠা জমির পেঁয়াজের গাছ উপরে ফেলা হয়েছে। তিনি জানান তার কোন শত্রু নাই কিন্তু কেন পেঁয়াজের ক্ষেত বিনষ্ট করা হয়েছে সেটা তার বোধগম্য নয়। ১২ কাঠা জমিতে বপন করা পেঁয়াজ প্রায় ৪০ – ৫০ হাজার টাকা বিক্রি করতে পারতেন বলে জানান তিনি। সুবিচারের জন্য থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি।
এ বিষয়ে বাগুলাট ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা বলেন, ক্ষতিগ্রস্থ কৃষক তাকে পেঁয়াজ ক্ষেত তছরুপের বিষয়টি জানিয়েছেন। তিনি কৃষককে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, খবর পেয়েছেন। খোঁজ নিতে ঘটনাস্থলে অফিস স্টাফ পাঠিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।