শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

খাদিমপাড়ায় ইউপি নির্বাচন: গেলো বারের মতো এবারও কি হবে নৌকার ভরাডুবি?

উত্তর বাংলা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ Time View

 

মোঃ রায়হান হোসেন: সিলেটের সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গরম হয়ে ওঠছে চায়ের টেবিল। এই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারের বাড়ি বাড়ি। ইতিমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় দপ্তরে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় খাদিমনগর ইউপি কার্যালয়ে চেয়ারম্যান পদে সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের প্রার্থী বাছাইয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ২০ ভোটের মধ্যে ১৯টি ভোট কাস্টিং হয়, তার মধ্যে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল ৯ ভোট ও আব্দুল কাদির এল.এল.বি ১০ ভোট পেয়ে তৃণমূল পর্যায়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন।

গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী থাকলেও এবারের নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনে আসবে না বিএনপি নেতারা। সেজন্য বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিগত ২২ মার্চ ২০১৬ সালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে খাদিমপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভরাডুবি হয় স্বতন্ত্র প্রার্থীর নিকট। গেলো বারের মতো এবারের নির্বাচনে কি নৌকার ভরাডুবি হবে? নাকি নিজেদের অস্তিত্বের জানান দিবে দলটি, এনিয়ে চলছে জল্পনা-কল্পনা।

এদিকে ভোটাররা মাতামাতি করছেন- সতন্ত্রের মোড়কে বিএনপি নেতারাও নির্বাচনে আসছেন। ৪নং খাদিমপাড়া ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বদরুল ইসলাম আজাদ। তিনি ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এছাড়াও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ৮নং ওয়ার্ডের তিন তিন বারের সাবেক মেম্বার সাইদুর রহমান এনাম।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102