শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন

দোয়ারাবাজারে ৯টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮ Time View

দোয়ারাবাজার( সুনামগঞ্জ)প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে বিএনপি পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রা করে উপজেলার বাংলাবাজার, নরসিংপুর,দোয়ারাবাজার সদর,মান্নারগাও, পান্ডারগাও,দোহালিয়া,লক্ষীপুর, বোগলাবাজার ও সুরমা ইউনিয়ন।

গ্যাস, বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বাংলাবাজার ইউনিয়নে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান সামছুল হক নমূ, নরসিংপুর ইউনিয়নে যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার সদর ইউনিয়নে যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খছরু, মান্নারগাও ইউনিয়নে জেলা বিএনপির সহসভাপতি ও টিম লিডার আবুল কালাম আজাদ,পান্ডারগাও ইউনিয়নে আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল,দোহালিয়া ইউনিয়নে সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার,লক্ষীপুর ইউনিয়নে জেলা বিএনপি নেতা নুর আলম,বোগলাবাজার ইউনিয়নে সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার ও সুরমা ইউনিয়নে যুগ্ম আহবায়ক হারুনুর রশিদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন।

উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান সামছুল হক নমূ জানান, আমরা কেন্দ্রের নির্দেশে প্রতিটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছি। আমরা লিফলেট মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করেছি।দলের প্রতিটি কর্মসূচির মতো দোয়ারাবাজার উপজেলা বিএনপি প্রতি ইউনিয়নে এ পদযাত্রাও সফল করেছি।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার বলেন, প্রতিটি কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরব অংশগ্রহণ করেছেন। আমরা রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।

এর আগে দুপুর থেকে প্রতিটি ইউনিয়নে একযোগে এসব কর্মসূচি পালন করেন ইউনিয়নগুলোর নেতাকর্মীরা।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102