শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

ওসমানীনগরে ডি.আই.জি মফিজ উদ্দিন “স্মার্ট মানুষ হতে হলে শিক্ষিত হতে হবে”

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫ Time View

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেট রেঞ্জের ডি.আই.জি মফিজ উদ্দিন আহম্মেদ বলেছেন, বর্তমান সরকার অধিক গুরুত্ব দিচ্ছেন শিক্ষাখ্যাতে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট শিক্ষা ব্যবস্থার পরিবেশ তৈরী করতে হবে। স্মার্ট মানুষ হতে হলে শিক্ষিত হতে হবে। আর শিক্ষিত হতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অগ্রগতিতে ভূমিকা রাখছেন। এ রখমই একটি প্রতিষ্ঠান শেখ হাফিজ ফাউন্ডেশন। যারা শেখ শেফালী রহমান মেধা বৃত্তি দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং ভালো লেখা পড়া করার মননসীলতা তৈরী করেছেন।
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার বিকালে শেখ শেফালী রহমান মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হাফিজ রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের সভাপতি এডভোকেট খায়রুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্য এস এম মাঈন উদ্দিন, বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য শাহনুর মিয়া, বাংলাদেশ মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য তফজ্জুল ইসলাম। অনুষ্ঠানের পূর্বে বুরুঙ্গা গণকবরে শহিদদের স্বরণে পুস্পস্থবক অর্পন করেন অতিথিরা।
শেখ হাফিজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আযাদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুর রহমান সুয়েব। বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাস্টার সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাস্টার হারুনুর রশিদ। শেখ শেফালী রহমান মেধা বৃত্তি পরিক্ষায় পঞ্চম থেকে নবম শ্রেণীর ১১টি বিদ্যালয়ের ২১০জন শিক্ষার্থী অংশ নেন। তার মধ্যে মেধাস্থানে ৫, মেধা গ্রেড ১১,সাধারণ গ্রেড৩২ ও বিশেষ গ্রেডে ৫০জন শিক্ষার্থী শেখ শেফালী রহমান বৃত্তি লাভ করেন। তাদেরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন পুরুস্কারের পাশাপাশি অর্থ প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, কোনো সমাজে বা রাষ্ট্রে মেধাবী মানুষদের সংখ্যা বেশি থাকে, তখন তাদের মেধাশক্তি প্রয়োগের মাধ্যমে সেই সমাজ বা রাষ্ট্র উন্নয়নের পথে এগিয়ে যায়। মেধাশক্তির প্রয়োগ এককভাবেও সমন্বিতভাবে হতে পারে। ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবীদের বাছাই করে বৃত্তি প্রধানে শিক্ষার্থীরা লেখা পড়ায় আরো মনোযোগী হবে। প্রতিষ্ঠালগ্ন থেকেই জনকল্যাণের পাশাপাশি এলাকায় শিক্ষা ক্ষেত্রের উন্নয়নের কাজ করেছে শেখ হাফিজ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছে এলাকার এক ঝাঁক তরুণ। ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তি প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিযোগীতায় উৎসাহী করায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাফিজ রহমানসহ সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিম তিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রথম পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুহেল আহমদ চৌধুরী, বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চরণ দে, মোহাম্মদ আলী মেহেরুন নেছা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সামাজিক ব্যক্তিত্ব ও সমাজসেবী সাজ্জাদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ লিকন, শেখ হাফিজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দাল মিয়া, বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মধূ খান, ক্রিড়া সম্পাদক জাকির আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক এহিয়া আহমদ, সহকারী শিক্ষা সম্পাদক শেখ জাকির, সহ-ক্রিড়া সম্পাদক চান মিয়া, সহ শিক্ষা সম্পাদক নাঈম আহমদ, সহ প্রচার সম্পাদক এনাম খাঁন, মিনার খাঁন, সহ প্রকাশনা সম্পাদক ইফাজ খাঁন, সদস্য ফাতির আহমদ, মাছুম আহমদ, তারেক আহমদ, মুফতী ফখরুদ্দিন, যুব নেতা রিয়াদ আহমদ।
সভার শুরুতে কোর আন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সদস্য শায়খুল ইসলাম ও গীতা পাঠ করেন নবম শ্রেণীর ছাত্রী আদ্রিতা চক্রবর্তী। অনুষ্ঠানে বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক এবং এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষানুরাগী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102