সাংবাদিক মোঃ ইফাজ খাঁ
মাধবপুর হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইংলিশ ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশনের ২০২৩ সনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।
এ উপলক্ষে উপলক্ষে গত মঙ্গলবার হবিগঞ্জ শহরের স্কাই কুইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে “ইয়ার ওপেনিং প্রোগ্রাম এন্ড জেনারেল মিটিং” অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ সুলতান মোঃ কাওছারের সভাপতিত্বে ও সেক্রেটারি আজিজুল ইসলাম বাদলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: মাসুদউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জিয়া আরেফিন আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ,কে,এম হারুনুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক ড. সুভাষ চন্দ্র দেব, ইংরেজি বিভাগের প্রভাষক মো: রাসেল মিয়া। পরবর্তীতে নতুন কমিটি প্রকাশ করেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ সুলতান মোঃ কাওছার। এসোসিয়েশন অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-ভাইস প্রেসিডেন্ট এম, এ সুমন, অন্তু দেব, এডিশনাল সেক্রেটারি আদনান সামি গানিম, জয়েন্ট সেক্রেটারি তোফাজ্জল হক, অর্গানাইজিং সেক্রেটারি শাহনেওয়াজ আলম জুনেদ, সৈয়দ কাওছার আহমেদ, ট্রেজারার আবু জহির রায়হান, অফিস সেক্রেটারি নাসির উদ্দিন জসিম, পাবলিসিটি এন্ড পাবলিকেশন সেক্রেটারি দ্বীন ইসলাম সেলিম, রিলিজিয়াস এফার্স সেক্রেটারি জসিম উদ্দিন তালুকদার, এডিকেশন এন্ড হিউম্যান রিসোর্স সেক্রেটারি তুষ্টি চক্রবর্তী, রিলিফ এন্ড সোশাল ওয়েলফেয়ার সেক্রেটারি মফিজুর রহমান নাবিল, কালচার এন্ড স্পোর্টস এফার্স সেক্রেটারি নাজমুল আলম, কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ আব্দুল আউয়াল, শেখ আশরাফ আহমেদ রিয়াদ, জারিন তাসলিম পপি, সায়্যেদ আমিনুল ইসলাম তায়েফ, সুকেশ দাস, মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও সাধারণ সদস্য রয়েছেন ২৬ জন, আজীবন সদস্য ১৪ জন। উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা বিভাগীয় প্রধান জিয়া আরেফিন আজাদ, উপদেষ্টা প্রদীপ কুমার রায়, মোঃ রাসেল মিয়া, ফারজানা বেগম জনি, মাহমুদুল হাসান, মোঃ শাহিন মিয়া, নাইমুল ভূইয়া এবং সাবেক সভাপতি সামায়ূন ঠাকুর।
অনুষ্ঠানে বক্তরা এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরুত্তর সাফল্য কামনা করেন।