মহান বিজয় দিবস উপলক্ষে ভিশন ওয়েলফেয়ার সোসাইটি ইসলামপুর ইউনিয়ন ছাতকের উদ্যোগে এবং পাবলিক জনস্বাস্থ্য কমিউনিটি প্যারামেডিক্যাল ইন্সটিটিউট এ-র সহযোগিতায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আজ ১৭ ডিসেম্বর ২২ইং শনিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ৫০০ (পাচঁ শতাধিক) মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। ব্লাড গ্রুপ নির্নয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও ব্লাড গ্রোপিং উদ্বোধন করেন ভিশন ওয়েলফেয়ার সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ও স্তায়ী কমিটির সদস্য ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এডভোকেট সুফি আলম সোহেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব এডভোকেট মির্জা হোসাইন, বক্তব্য রাখেন পাবলিক জনস্বাস্থ্য কমিউনিটি প্যারামেডিক্যাল ইন্সটিটিউট এ-র প্রিন্সিপাল জনাব এস এম শিহাব উদ্দিন, সিলেট রেডক্রিসেন্টের কর্মকর্তা জনাব মাহতাব হোসেন, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারী মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল। এসময় উপস্থিত ছিলেন ভিশনের সাংগঠনিক সম্পাদক জনাব সুরুজ্জামান সুর্য্য,সহ অফিস সম্পাদক জনাব সুলতান মাহমুদ, সহ বিদেশ বিষয়ক সম্পাদক জনাব সেলিম মিয়া, প্রচার সম্পাদক জনাব ইমাম উদ্দিন, পাঠাগার বিষয়ক উপকমিটির সভাপতি জনাব শাহীন মিয়া, ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ার হোসেন, সদস্য জনাব তৌহিদুল ইসলাম, জনাব আনোয়ার হোসেন আঙ্গুর,আপ্যায়ন বিষয়ক উপকমিটির সভাপতি জনাব বাবুল মিয়া, সদস্য জনাব রাজন মিয়া, জনাব আব্বাস আলী, জনাব জামিরুল হক সহ ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বৃন্দ উপস্থিত থেকে দিনব্যাপী সেচ্চাসেবকের দায়িত্ব পালন করেন।