রুহুল আমীন
জমেছে খেলা সারাটা বেলা
নেই যেন অবসর,
ব্যস্ত সবাই সময় যে নাই
কেবা দেখিবে কার।
কাজ যে বাঁকি দিওনা ফাঁকি
সময় যাচ্ছে বয়ে,
কত জ্বালাতন বাঁকা আচরণ
সব যেতে হবে সয়ে।
কে যে আপন খোঁজ তারে মন
নইলে বাড়িবে বিপদ,
দাও গো ছেড়ে ডেকোনা তারে
যাহারা ভাবিছে আপদ।
হাত পা তুলে বসে থাকিলে
তোমার দিন কি যাবে?
আপন ভেবে রইলে ভবে
তার দ্বারা কি বা হবে?
স্বল্প জীবন ছাড়িবে ভুবন
মনে রেখে করো কাজ,
সময় গেলে সব হারালে
কি কাজে লাগিবে সাজ?
শেষের দিনে কাজের বিনে
কি করে বাইবে তরি?
লাভ হবেনা পার পাবেনা
যতো করো ধরা ধরি।
বোঝেনা মানুষ কবে হবে হুশ
চিরকালই যাহা চাই,
এমনি ভাবে মরণ আসিবে
দেখিবে সময় নাই।
চলে যায় বেলা করোনা হেলা
জগতের করো ভালো,
বসে না থেকে থেকোনা বেঁকে
দুর করো সব কালো।