শিরোনাম: মানব সৃষ্টি
রচনায়:আশিক হাসান সীমান্ত
মানব সৃষ্টি আদম থেকে
বিবেকবানে মানেন সেটা ,
বিবর্তনবাদ মানছেটা কে
ডারউইনে বলছে যেটা ?
মানব হলো বানর জাতি
এমন যুক্তি যায় কি মানা ?
এমন শিক্ষা মারবো লাথি
মানবো নাকো টালবাহানা ।
কোমলমতি শিশুদেরকে
শিক্ষার নামে মিথ্যা শেখায় ,
স্বাধীন ভূমি বাংলাদেশকে
বিশ্বের কাছে মাথা ঠেকায় ।
নতুন করে পাঠ্যপুস্তক
সঠিকভাবে ছাপতে হবে ,
নইলে ভেঙ্গে দেবো মস্তক
তামাম বিশ্ব দেখবে সবে ।
ঈমান নিয়ে খেলতে কভু
মোমেন লোকে আর দেবোনা ,
জানেন সেটা মহান প্রভু
অপকর্মের দায় নেবো না ।
ভুল থিউরি মানেন যারা
তাদের মুখে ঝাড়ুর বারি ,
শয়তানের দোসর তারা
পালাও তারা এদেশ ছাড়ি ।
শিক্ষামন্ত্রীর জবাবদিহি
করতে হবে জাতির কাছে ,
সুক্ষ্ম চালের ছলচাতুরী
হয়তো কিছু ব্যপার আছে?
এস.আই.জনি ভেবে কহে
সঠিকভাবে ঘুরাও দৃষ্টি ,
মানব মূলে বানর নহে
আদম থেকে মানব সৃষ্টি ।