সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামিক সংস্কৃতির বিকাশের লক্ষ্যে ঘঠিত আল-হাদী ইসলামী সাংস্কৃতিক ফোরাম এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে কেরাত, কাছিদা প্রতিযোগিতা ও ইসলামি গজল সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা হতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মকবুল মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক কে এম লিয়াকত আলী।
এতে,এলাকার শীর্ষ ১১টি মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পরিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাও সেলিম আহমেদ, মাও মুনসুর আলী,মাও আবুল হাসান, মখদ্দুছ আলী। মাও, মুনসুর আলী,মাও কাওছার আহমেদ,আবু সালেহ মোঃ বুরহান।
কেরাত প্রতিযোগিতার ১ম পুরস্কার অর্জন করে ইউনিয়নের শ্রীপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মুত্তাকিন আহমেদ,
কাছিদা প্রতিযোগিতায় ১ম পুরস্কার অর্জন করে শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি।
দেশের সুনামধন্য বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্টির শিল্পীদের পরিচালনায় মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।এসময় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।