দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে হাজী মফিজ আলী স্কুল এন্ড কলেজ নামে নামকরণ উপলক্ষে পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধায় বাংলাবাজার ক্লাব মাঠে এই সমাবেশের আয়োজন করেন এলাকাবাসী।বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম’র সভাপতিত্বে সমাজসেবক ডাঃ আবুল কালাম ও মাওলানা হিফজুর রহমান’র পরিচালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন,নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু,বাংলাবাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, মোজাম্মেল হোসেন,রায়হানুল ইসলাম রবিন। সমাজসেবক আব্দুল হাই,আহাদ আলী, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ তালুকদার,সফিক মিয়া,বর্তমান ইউপি সদস্য আব্দুল জলিল শামিম,সমাজসেবক আব্দুল হাই,আব্দুল আজিজ,আহাদ আলী,মাহমদ আলী,অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা হাবিলদার আব্দুল মজিদ,আব্দুন নুর,আরজ আলী,আখলম আলী,আব্দুস শাহিদ,হাজ্বী মফিজ আলীর ছেলে সালিক মিয়া,আব্দুল মতিন,আবুল মহসিন,সিরাজুল ইসলাম,আব্দুস সালাম,ব্যবসায়ী আব্দুল মনাফ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,হাজী মফিজ আলী ছিলেন বৃহত্তর দোয়ারাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বড়খাল স্কুল এন্ড কলেজের ভূমি দাতা। তিনি ২ একর ৪৭ শতাংশ জমি স্কুলের দান করার মাধ্যমে স্কুল প্রতিষ্ঠা করেছেন।স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয় হাজ্বী মফিজ আলীর হাত দরেই৷ তিনি বড়খাল স্কুল এন্ড কলেজকে প্রতিষ্টা করতে নিজের উপার্জনের বেশির ভাগ অর্থই ব্যয় করেন প্রতিষ্ঠানের জন্য। যার প্রমানে বড়খাল স্কুল এন্ড কলেজ এতো দূর এগিয়েছে।মুল ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা হাজী মফিজ আলীর পরিবারের সদস্যদের দাতা সদস্য বাদ দিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ হয়েছেন দাতা সদস্য এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এসময় বক্তারা ২০১৭ সালে জজকোর্টে ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা হাজী মফিজ আলীর নামে নামকরণের রায় হওয়া সত্ত্বেও অধ্যক্ষ নজির আহমেদ বাস্তবায়নে তালবাহানা শুরু করেছেন,গত গভর্নিং বডির সভাপতি ইদ্রিস আলী বীরপ্রতীক ও অধ্যক্ষ নজির আহমেদের যোগসাজশে রেজুলেশনের মাধ্যমে জজকোর্ট এর রায়কে উপেক্ষা করে ভুমিদাতা ও প্রতিষ্ঠাতা হাজী মফিজ আলীর নামে নামকরণ না করে বড়খাল স্কুল অ্যান্ড কলেজের নামে রেজুলেশন করেন।ছাত্র অভিভাবকদের পরামর্শকে প্রাধান্য না নিয়ে অধ্যক্ষ নজির আহমেদের পছন্দের উনার অধীনস্থ সাবেক সহকারী শিক্ষক ও দলিল লেখক জামাল উদ্দিনকে সভাপতি করা হয়েছে।সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানিয়ে বলেন,বড়খাল স্কুল এন্ড কলেজের নাম হাজী মফিজ আলীর নামে নামকরন না করা হলে, এই দাবী নিয়ে এলাকাবাসীর আন্দোলন অব্যাহত থাকবে।