বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওর থেকে সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে হাজী আশক আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর (তেঘরী) গ্রামের মৃত ইছমাইল আলীর পুত্র। নিজ বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত চাউলধনী হাওরে বৃদ্ধ আশক আলীর লাশ পাওয়ার ঘটনায় এলাকায় অনেক জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
স্থানীয় ও আশক আলীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন বৃদ্ধ হাজী আশক আলী। এরপর সকাল হয়ে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে তার খুঁজতে শুরু করেন।
এর এক পর্যায়ে বিকেলের দিকে চাউলধনী হাওরের চাঁনপুর গ্রাম এলাকার খালের পানিতে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাজী আশক আলীর লাশ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করে।
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।