শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

লেখক মোস্তাফিজ জুয়েলের নতুন বই ‘গল্পগুলো ছোটো নয়’ আসছে ২০২৩ বইমেলাতে!!

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

 

জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া

প্রকাশিত হতে যাচ্ছে লেখক মোস্তাফিজ জুয়েলের ছোটো গল্পের বই ‘গল্পগুলো ছোটো নয়’। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র প্রকাশনীর ৩২ নম্বর প্যাভিলিয়নে মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাবে।

‘গল্পগুলো ছোটো নয়’ সংকলনের গল্প সংখ্যা সাতাশ এবং প্রতিটি গল্পে শব্দ সংখ্যা দুইশো। যা গল্পগ্রন্থকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। গল্পগুলোর মধ্যে ধরা আছে অতীত, বর্তমান এমনকি ভবিষ্যৎ সময়ের বাস্তবতা। প্রকৃতি থেকে শুরু করে পরিবার, সমাজসহ রাষ্ট্রীয় নানা বিষয়ে ছড়িয়েছে গল্পের ব্যাপ্তি। মানব জীবনের পাশাপাশি কিছু গল্পে ফুটে উঠেছে চারপাশে বয়ে চলা অন্য জীবনের চিত্র। গল্পে বাস্তবতার মুখ এতই প্রকট যে গল্পগুলোর শব্দ সংখ্যা কম হলেও পরিধি এবং আবেদন প্রবল, ফলে অঙ্গে ক্ষুদ্র হলেও গল্পগুলো ছোটো নয়। সংকলনে চরিত্র হিসেবে আছে ইতর প্রাণি। তারা মানুষের চরিত্র আয়ত্ব করছে। এ এক সার্থক কমেডির আভাস যেন।

গল্পকার মোস্তাফিজ জুয়েল মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন চরিত্র বিনির্মাণে। গল্পের স্বল্প পরিসরে সবটুকু গল্প বলেও তিনি কথক দক্ষতার পরিচয় দিয়েছেন।

‘গল্পগুলো ছোটো নয়’ সংকলনের গল্পগুলো বিচিত্র বিষয়বস্তু সমৃদ্ধ, আকর্ষণীয় ভঙ্গিমায় কথিত এবং পাঠকের যাপিত জীবনের অভিজ্ঞতার পরিচয়বাহী। পাঠে নিজের সংশ্লেষ খুঁজে পাওয়া যায়। যা গল্পগুলোকে আরও বাস্তবানুগ করে তোলে।
লেখার শুরু ছোটোবেলা থেকেই মোস্তাফিজ জুয়েলের। একাডেমিক শিক্ষার সমাপ্তি ঘটেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। তবে শিক্ষা জীবনের শুরু থেকেই বৃত্তের বাইরে গিয়ে পড়তে ভালোবাসতেন।

শিক্ষক পিতার কাছ থেকে বুঝে নিয়েছেন মানবিক মূল্যবোধের পাঠ। তাই চারপাশের নানা বিষয়ে নাড়া দিতে থাকে তার মন। ফলে প্রকৃতি, পরিবেশ ও মানুষের জাপিত জীবনই তার লেখার উপজীব্য। কোন ধরনের অসংগতিকে কখনো মুখ বুজে সহ্য না করে প্রতিবাদের হাতিয়ার হিসেবে সংগী করেছেন লেখাকে। প্রাত্যহিক জীবন যাপনের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন সব সময়।

একান্ত সাক্ষাৎকারে লেখক মোস্তাফিজ জুয়েল বলেন,”আমাদের চারপাশের ঘটনা গল্পের মাঝে তুলে ধরা হয়েছে। পৃথিবীর কোন গল্পই ছোটো না, কোন না কোন দিকে তার বিশালতা থাকে। সেই অর্থেও বলা যায় গল্পগুলো ছোটো নয়। বইটা পড়লে পাঠকের ভালো লাগবে আশাকরি। “সকলকে নিয়মিত বই পড়ারও আহ্বান জানান তিনি।

লেখক মোস্তাফিজ জুয়েল এর জন্ম ১৯৮৬ সালে। ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ভাটই গ্রামের নির্মল আলো বাতাসে কেটেছে জীবনের বেশিরভাগ সময়। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। এর আগে ‘শুধুই প্রেম নয়’ নামে লেখকের একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102