অনলাইন সংরক্ষণ
সুনামগঞ্জের ছাতক থানার কর্মরত এসআই আসাদুজ্জামান রাসেল,বার বার ভোক্তভোগীদের মুখে হাসি ফুটাচ্ছেন তিনি। ২০২০ সালের ১৫ ডিসেম্বর ছাতক পৌর বাসিন্দা মৃত আব্দুর রহমানের পুত্র ফয়জুল ইসলাম ফজল তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। ১৬ ডিসেম্বর ছাতক থানায় একটি সাধারণ ডায়রী করেন ফয়জুল ইসলাম ফজল যার নং (৭১৭) হারিয়ে যাওয়ার দুই বছর পাঁচ মাস পর মোবাইল ফোনটি ফিরিয়ে দিলো ছাতক থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রসাশন) আবু সাঈদ এর সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জ জেলার ইটনা থানা এলাকা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছেন ছাতক থানার এসআই আসাদুজ্জামান রাসেল এমনকি ভোক্তভোগী ফয়জুল ইসলাম এর হাতে ফিরিয়ে দিয়ে নতুন আরেকটি চমক দেখিয়েছেন তিনি ফয়জুল ইসলাম ফজল মোবাইল টি পেয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Avoid refined uromexil forte ára foods, improved sugars, and too much salt intake.