শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত

উত্তর বাংলা
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ Time View

 

কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে গত ১৮ই ডিসেম্বর রবিবার সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ১২টি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মেধাবৃত্তি পরীক্ষায় হল পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক। সুনামগঞ্জ জেলা ফোরামের সাবেক চেয়ারম্যান ও আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন, সাবেক জেলা ফোরামের চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, হাফিজ জাকির হোসাইন, আশরাফ উদ্দীন ও সাবেক জেলা ভাইস চেয়ারম্যান আব্দুল তাহিদ।

এছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা ফোরামের চেয়ারম্যান মো: আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান তাহমিদ আহমদ, সাবেক পৃষ্ঠপোষক আনোয়ার উদ্দীন, রেজাউল করিম রিপন, জুবায়ের আহমদ ও আরাফাত আহমদ রাহাত।

মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের গভর্মেন্ট অব মিশিনগানের ডিপার্টমেন্ট অব এনভায়ররমেন্ট ও এনার্জি’র চিপ ইঞ্জিনিয়ার ও ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর শামীম আহমদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার শামসুল ইসলাম, পাগলা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রমিজ উদ্দিন, হাজী আছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ন কান্তি পুরকায়স্থ, প্রবাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসাইন, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, অষ্টগ্রাম স্কুলের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, রজনীগঞ্জ স্কুল এন্ড কলেজের ইংরেজী প্রভাষক অনুপরম শর্মা, আইডিয়াল বাদাঘাট ভিশন একাডেমির চেয়ারম্যান কামরুল ইসলাম, বাদাঘাট মডেল স্কুলের পরিচালক লোকমান আহমদ, সাংবাদিক ইমরান আহমদ, আমির হোসাইন, সোহেল আহমদ সহ বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা পৃষ্টপোষক ইসমাইল হোসেন, মনিরুজ্জামান পিয়াস, শামীম আহমদ, মেহেদী হাসান তুহিন, তৈয়বুর রহমান, স্কুল বিভাগ পরিচালক ইলিয়াস আহমদ। এছাড়াও বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সচেতন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কিশোরকন্ঠের প্রতি আশাবাদ ব্যাক্ত করে বলেন, আমরা চাই এই মেধাবৃত্তি প্রতিবছর আয়োজন করা হোক। এতে মেধা বিকাশের দ্বার উন্মোচিত হবে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102