মুহাম্মদ আফজাল হোসেন
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের জলসি গ্রামের আবু তালহা আর নেই। আবু তালহা ছিল তরুণ সেচ্ছাসেবী, পরিচ্ছন্ন মানবিক মানুষ ও ছিল স্বপ্নবাজ।সে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক সংগঠনের সাথে জড়িত ছিল।সে দৈনিক প্রচেষ্টা নিউজ টুয়েন্টিফোর এর পার্টনার, প্রচেষ্টা সেচ্ছাসেবক ফাউন্ডশেনের সহ সভাপতি ছিল।
আবু তালহা পরিবারের অভাব ও নিজের স্বপ্ন পূরণের জন্য অবৈধ পথে লিবিয়া হতে ইতালি যাওয়র পথ বেঁচে নে।লিবিয়া হতে দীর্ঘ দিন শারীরিক ও মানসিক নির্যাতনের পর লিবিয়া হতে ইতালি গেইম দেয়।লিবিয়া থেকে ইতালি পৌছার পর সেইভ রুমে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।ইতালি ক্যাম্প থেকে আবু তালহার মৃত্যুর খবরটি নিশ্চিত হয়েছে পরিবার।
দেশ ঘুরে কোনো কর্মসংস্থান না পেয়ে দেশ ছেড়ে স্বপ্নের খোঁজে পারি জমিয়ে ছিল আবু তালহা।লেখাপড়ার পর পাচ্ছে না চাকরি।বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে।দেশে কর্মসংস্থান না থাকায় সোনার ছেলেরা দেশ ছেড়ে প্রবাসে সারি বেধেঁ চলে যাচ্ছে।